শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

এপ্রিল-জুনের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৬, ২০ জানুয়ারি ২০২১  
এপ্রিল-জুনের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৯ জানুয়ারি):এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু বিষয়ে আশাবাদী বাংলাদেশ। 

মঙ্গলবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, চীন ও মায়ানমারের ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠকে শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

পররাষ্ট্র সচিব জানান, আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে আগামি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও মায়ানমারের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে।পাশাপাশি এই বিষয়ে নানা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। 

তিনি বলেন, আমি বলবো, আমরা সতর্কভাবে আশাবাদী। আমরা সর্বাতœক চেষ্টা করবো। এবারের প্রত্যাবাসন উদ্যোগ যাতে সফল হওয়া যায় সেজন্য তারা অতীতের দু’টো ব্যর্থ উদ্যোগ থেকে শিক্ষা নিতে চান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়