শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ভারতের উপহারের টিকায় কর মওকুফ করতে এনবিআরকে চিঠি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৪, ১৯ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:৫৫, ১৯ জানুয়ারি ২০২১
ভারতের উপহারের টিকায় কর মওকুফ করতে এনবিআরকে চিঠি

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(১৯ জানুয়ারি): ভারত সরকারের কাঝ থেকে উপহার হিসেবে পেতে যাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকার সকল প্রকার কর মওকুফের জন্য  জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। এনবিআরের উর্ব্ধতন এক কর্মকর্তা এতথ্য জানান।

জানা গেছে, ভারত থেকে আগামিকাল বুধবার (২০ জানুয়ারি) বিশেষ বিমানযোগে ২০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে আসবে। এই টিকার উপর সকল প্রকার কর মওকুফ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ ইমাম স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভারত সরকার বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ কোভিড-১৯ এর টিকা সরবরাহ করবে। টিকার চালানটি এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানযোগে আগামিকাল ২০ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

বিষয়টি রাষ্ট্রীয়ভাবে ও জনস্বার্থ বিবেচনায় অনেক গুরুত্বপূর্ণ। ভারত সরকারের পাঠানো ২০ লাখ ডোজ টিকার চালানের উপর সকল প্রকার কর, শুল্ক ও অন্যান্য শুল্ক মওকুফ করে অতি দ্রুত ছাড় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাক্সিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদের কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনও সময় চলে আসবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়