বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

কাকরাইলে স্ত্রী-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৫৮, ১৭ জানুয়ারি ২০২১
কাকরাইলে স্ত্রী-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ জানুয়ারি): রাজধানীর কাকরাইলে স্ত্রী ও ছেলেকে গলা কেটে হত্যা মামলায় নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিমসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। খবর ইউএনবি।

রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ আদেশ দেন। এ সাজার পাশাপাশি তিন দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

আবদুল করিম ছাড়াও দণ্ডপ্রাপ্ত অপর দুইজন হলেন- করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও তার ভাই আল-আমিন ওরফে জনি। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

এর আগে ১০ জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।

২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ নম্বর বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন ২ নভেম্বর শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, শ্যালক (মুক্তার ভাই) জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের মসলা ব্যবসায়ী।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়