মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৬, ১২ জানুয়ারি ২০২১  
সাঈদ খোকনের দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

ছবি: ফাইল ফটো

ঢাকা(১২ জানুয়ারি): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আদেশ আগামি ১৯ জানুয়ারি ধার্য করেছে আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই দিন ধার্য করেন। 

এর আগে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারওয়ার আলম বাদী হয়ে মামলা দুটি করেন। আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত আদেশের জন্য মঙ্গলবার ধার্য করেন। 

এর আগে গতকাল সোমবার সকাল ১১টার দিকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তাপস। ওইদিন বিকেলেই খোকনের বিরুদ্ধে দুটি মানহানিকর মামলা হয়। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়