মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অবৈধ : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩০, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৫১, ৯ জানুয়ারি ২০২১
ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অবৈধ : সাঈদ খোকন

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা : রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া মার্কেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। 

তিনি বলেন, গুলিস্তান এলাকা ও ফুলবাড়িয়া মার্কেটে বিভিন্ন দোকানদারদের বৈধতা দেওয়ার মাধ্যমে তাদের ব্যবসা করার সুযোগ দেওয়াটাই ছিল আমার লক্ষ্য। এখানে যে উচ্ছেদ অভিযান হয়েছে, আমি আগেও বলেছি, এখনও বলছি, এঠা সম্পূর্ণ অবৈধ।  

শনিবার সকাল ১১টায় রাজধানীর কদম ফোয়ারার সামনে গুলিস্তান ও ফুলবাড়িয়ার উচ্ছেদকৃত দোকান মালিক ও ব্যবসায়ী এবং তাদের পরিবার পরিজনরা ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেন। এই মানববন্ধনে সাবেক মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। 

খোকন বলেন, আদালতের নির্দেশে ব্যবসায়ীদের অবৈধ দোকান বৈধ করতে আমরা সিটি করপোরেশনের বোর্ড সভায় উল্লেখিত মার্কেটগুলোর বকেয়া ভাড়া, নকশা সংশোধন করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিই। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী করপোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিবঅগ বকেয়া ভাড়া আদায় করে ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হয়।

তিনি বলেন, বর্তমান এগুয়ে নগর প্রশাসন নাগরিকদের কোন দাবিরই তোয়াক্কা করে না। আমি সাবেক মেয়র হিসেবে এই অবৈধ উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে এই ব্যবসায়ীদের পুর্নবাসনের আবেদন জানাচ্ছি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়