মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুই মামলায় ইরফান সেলিমের জামিন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫২, ৫ জানুয়ারি ২০২১  
দুই মামলায় ইরফান সেলিমের জামিন

ফাইল ছবি

ঢাকা (৫ জানুয়ারি): হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ওয়াকিটকি ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের দুই মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিনের এ আদেশ দেন।

ইরফান সেলিমের আইনজীবি জামিনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা ভ্রাম্যমান আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেছিলোম। মাদক সংক্রান্ত মামলার সাজায় আজ তাকে জামিন দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর ওয়াকিটকি রাখার দায়ে দেয়া সাজায় তিনি ৩ জানুয়ারি জামিন পেয়েছেন।  

মদ্যপান করা ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দুটি অভিযোগে ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদুলকে এক বছর করে কারাদণ্ড দিয়েছিলেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

এদিকে ইরফান সেলিমকে অব্যাহতির সুপরিশ করে অস্ত্র ও মাদক মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে তার দেহরক্ষী জাহিদুলকে অভিযুক্ত করে দুই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়