Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
একুশে পদক দেওয়া হল ২৪ গুণীজনকে

শনিবার

০৯ আগস্ট ২০২৫


২৫ শ্রাবণ ১৪৩২,

১৪ সফর ১৪৪৭

একুশে পদক দেওয়া হল ২৪ গুণীজনকে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১২:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২২
একুশে পদক দেওয়া হল ২৪ গুণীজনকে

ছবি: সংগৃহীত

ঢাকা (২০ ফেব্রুয়ারি): জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে  ২৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘একুশে পদক ২০২২’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতির কারণে সশরীরে উপস্থিত ছিলেন না। তবে তিনি গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, আমি দুঃখিত যে, আমি সশরীরে উপস্থিত থেকে পদক দিতে পারছি না। 

ফলে, প্রধানমন্ত্রীর পক্ষে গুণীজনদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধে চারজন, শিল্পকলায় সাতজন, গবেষণায় চারজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, সাংবাদিকতা, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন একুশে পদক পেলেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য এ বছর মরণোত্তর একুশে পদক পেয়েছেন মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল। মুক্তিযুদ্ধে অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার।

সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, নৃত্যে জিনাত বরকতউল্লাহ একুশে পদক পান। অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ এ পদক পেয়েছেন। সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ এবারের একুশে পদক পান।

সমাজসেবায় এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের এ পদক পেয়েছেন। ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ এবারের একুশে পদক পান। দলগতভাবে গবেষণায় এ বছর একুশে পদক পেয়েছেন ড. মো. আবদুস সাত্তার মণ্ডল, ড. মো. এনামুল হক, ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস।

পদক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ওই সময় একুশে পদকজয়ীদের পরিচিত ও তাদের অবদানের কথা পাঠ করে শোনান তিনি।

শিল্পী নিতুন কুণ্ডুর নকশা করা একুশে পদক ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি। যার ওজন ৩৫ গ্রাম। পুরস্কারের অর্থমূল্য হিসেবে একুশে পদকে ভূষিত প্রত্যেককে দেওয়া হয় ২ লাখ টাকা। এই পদকে যারা ভূষিত হয়েছেন তাদের প্রত্যেকেই একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য গ্রহণ করেছেন।

স্বাগত বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বলেন, গুণীজনদের এই অবদান আগামী দিনের, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এর আগে, একুশে পদক প্রদান উপলক্ষ্যে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণী দিয়েছেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, একুশের শহীদগণ যেমন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তেমন দেশের বিভিন্ন ক্ষেত্রে সকল গুণীজন জাতির  গর্ব ও অহংকার। যদিও প্রকৃত গুণীজন পুরস্কার বা সম্মাননার আশায় কাজ করেন না, তবু পুরস্কার-সম্মাননা জীবনের পথ চলায় নিরন্তর প্রেরণা জোগায়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ একুশে পদকজয়ী গুণীজনদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা নিজ নিজ ক্ষেত্রে যে অবদান রেখেছেন তাতে আমাদের দেশ ও জাতি সমৃদ্ধ হবে বলে আমি আশা রাখি।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা দিতে বিজ্ঞপ্তি দেয় সরকার। সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সব জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক বা একুশে পদকে ভূষিত গুণীজনরা একুশে পদক পাওয়ার যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম পাঠায় সংস্কৃতি মন্ত্রণালয়ে।

মনোনয়নগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করে সরকার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়