গণমাধ্যমে পলাতক আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (৩০ ডিসেম্বর): বাংলাদেশের গণমাধ্যমে পলাতক আসামির বক্তব্য প্রচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বুধবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবির এক আবেদনের শুনানির পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের আইনজীবির খুরশীদ আলম খান বলেছেন, আদালতের আদেশে বলা হয়েছে, পিকে হলদারসহ পলাতক আসামিদের কোন বক্তব্য গণমাধ্যমে সাক্ষাতকার, সংবাদ প্রচার বা পুনঃপ্রচার করা যাবে না।
এর আগে সাজা প্রাপ্ত আসামিদের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি ২৮ ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভযোগ নিয়ে বিদেশে থাকা প্রশান্ত কুমার হালদারের একটি সাক্ষাতকার প্রচার করে। মঙ্গলবার এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দুদকের আইনজীবি। তখন আদালত তাকে এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলেন।
বুধবার লিখিত আবেদন জমা দিয়ে দুদকের আইনজীবির খুরশীদ আলম খান হাইকোর্ট বেঞ্চকে বলেন, পিকে হালদারের বিরুদ্ধে মামলা পেন্ডিং থাকায় তাকে বক্তব্য দেয়ার সুযোগ দিয়ে একাত্তর টিভি কর্তৃপক্ষ আদালতকে অসম্মান জানিয়েছেন।






















