শুক্রবার

১৭ মে ২০২৪


৩ জ্যৈষ্ঠ ১৪৩১,

০৯ জ্বিলকদ ১৪৪৫

৫০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৩১, ১৭ জানুয়ারি ২০২২  
৫০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি, সংগৃহিত

ঢাকা (১৭ জানুয়ারি): স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  করোনাভাইরাসের বুস্টার ডোজ ৫০ ঊর্ধ্ব বয়সীদের দেওয়া শুরু হবে।

সোমবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময়  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এভাবে বাড়তে থাকলে হাসপাতালে জায়গা থাকবে না।

তিনি বলেন, আমরা ৫০ বছর বয়সীদের থেকে শুরু করে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য সরকারের অতিরিক্ত ৭০ লাখ ডোজ টিকা লাগবে, এটা কোনো সমস্যা না। আমাদের কাছে সাড়ে ৯ কোটি ডোজ টিকা আছে।

তিনি আরও বলেন, আমরা মানুষকে মাস্ক পরতে বলি, তাদের এবং দেশের জন্যই বলি।

ওমিক্রন সংক্রমণের ক্রমবর্ধমান অবস্থায় শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি এভাবেই বাড়তে থাকে তাহলে হাসপাতালের সক্ষমতা পূর্ণ হয়ে যেতে বেশি সময় লাগবে না। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়