বুধবার

১২ নভেম্বর ২০২৫


২৮ কার্তিক ১৪৩২,

২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫২, ১৪ মে ২০২৪  
ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ভর্তুকি মূল্যে ঝিনাইদহে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

 সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পৌর কাউন্সিলর আবু বক্করসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০১ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪’শ ৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল পাওয়া যাবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়