শুক্রবার

১৭ মে ২০২৪


৩ জ্যৈষ্ঠ ১৪৩১,

০৯ জ্বিলকদ ১৪৪৫

দুই সপ্তাহ পেছাল অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৬, ১৬ জানুয়ারি ২০২২  
দুই সপ্তাহ পেছাল অমর একুশে বইমেলা

সোহরাওয়ার্দী উদ্যানেেএকুশে বইমেলার জন্য স্টল নিমার্ণের কাজ চলছে, বিজনেস ইনসাইডার বাংলাদেশ

য়াকা (১৬ জানুয়ারি): করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার কারণে অমর একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে। পুর্বনির্ধারিত পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। 

রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

মহাপরিচালক জানান, একুশে বইমেলা আয়োজনের সব ধরণের প্রস্তুতি চলছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় করণীয় সম্পর্কে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের মতামত চাওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত এসেছে। 

দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব একুশে বইমেলা প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয়। মাসব্যাপী এই মেলা প্রধানমন্ত্রী উদ্বোধন করে থাকেন। তবে গেল বছর করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছিল বইমেলা। আবার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গিয়েছিল।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়