শুক্রবার

১৭ মে ২০২৪


৩ জ্যৈষ্ঠ ১৪৩১,

০৯ জ্বিলকদ ১৪৪৫

করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩,৪৪৭

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৪, ১৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:২৬, ১৫ জানুয়ারি ২০২২
করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩,৪৪৭

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৫ জানুয়ারি): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন সারাদেশে ৬ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জন। এতে আক্রান্ত হয়েছেন ৩,৪৪৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ৩,৪৪৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৪,৩৭৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন হয়েছে।

এতে আরো বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ২৮ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৩,৪৪৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়