সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিনয়ের মধ্য দিয়েই বেঁচে থাকবেন কাদের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:১৯, ২৬ ডিসেম্বর ২০২০
অভিনয়ের মধ্য দিয়েই বেঁচে থাকবেন কাদের: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা (২৬ ডিসেম্বর): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আব্দুল কাদের মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন। অভিনেতা আব্দুল কাদের মৃত্যুতে শনিবার দেয়া এক শোক বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাখফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ক্যানসারে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা আব্দুল কাদের শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়