সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দক্ষিণখানে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ছয়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৮, ২৫ ডিসেম্বর ২০২০  
দক্ষিণখানে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ছয়

ছবি: ইউএনবি

ঢাকা (২৫ ডিসেম্বর): রাজধানীর দক্ষিণখানে র‌্যাব অভিযান চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে। শুক্রবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। খবর ইউএনবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ছয় জনের কাছ থেকে ফ্রান্সে তৈরী সাপের বিষের ছয়টি কাঁচের জার, ছয়টি মোবাইল ফোন ও ব্যাগ জব্দ করা হয়। আটক ছয়জন হলেন, মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) এবং আছমা বেগম (৪২)।

এতে আরো বলা হয়, আন্তর্জাতিক চেরাচালান চক্রের কয়েকজন সদস্য পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে দক্ষিণখানের মুন্সি সরণি এলাকায় অবস্থান করছেন বলে বৃহস্পতিবার বিকালে র‌্যাব-২ খবর পায়। পরে সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিষ পাচারের বিষয়টি প্রথমে অস্বীকার করেন। কিন্তু তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে রক্ষিত অবস্থায় ৮.৯৬ কেজি সাপের বিষ পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়া তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত ডিভিডি এবং ম্যানুয়াল বুকও উদ্ধার করা হয়েছে।

আটক ছয় জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।   

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়