সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আতঙ্ক নয়: বিসিএসআইআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪৫, ২৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৩:২২, ২৫ ডিসেম্বর ২০২০
করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আতঙ্ক নয়: বিসিএসআইআর চেয়ারম্যান

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৪ ডিসেম্বর): দেশে করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আতঙ্ক তৈরি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। 

যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি ‘বাংলাদেশেও রয়েছে’- এমন একটি খবর বৃহস্পতিবার বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি এই কথা বলেন। 

বিসিএসআইআর চেয়ারম্যান বিজনেসইনসাইডার’কে বলেন, এ নিয়ে আমাদের একটি গবেষণা চলছে, কিন্তু  এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। তিনি বলেন, কাজটা কেবল আমরা শুরু করেছি। এটা নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই। গণ আতঙ্ক তৈরি হবে এমন কোনো কথা আমাদের বলা উচিত নয়। 

চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী বলেন, বিষয়টি নিয়ে যিনি কথা বলেছেন, সেলিম খান একটা কাজে সিলেট গিয়েছেন। তিনি ফিরলেই তার সঙ্গে কথা বলবো। তিনি জানান, জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটি অনেকটা এগিয়েছে। শিগগির আপনাদের (সাংবাদিক) ডেকে চূড়ান্ত ফল জানাবো। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়