সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কায়কাউস মুখ্য সচিব থাকছেন আরো দুই বছর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৭, ২৪ ডিসেম্বর ২০২০  
কায়কাউস মুখ্য সচিব থাকছেন আরো দুই বছর

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ ডিসেম্বর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে আরো দুই বছর দায়িত্ব পালন করবেন আহমদ কায়কাউস। পিআরএল ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১ জানুয়ারি বা যোগদানের দিন থেকে দুই বছরের জন্য তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জন প্রশাসন মন্ত্রনালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় কায়কাউসকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে বুধবার মন্ত্রনালয় আদেশ জারি করেছিল। তবে বৃহস্পতিবার তাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগের কথা জানিয়ে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

এ আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

২০১৯ সালে ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমেদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আহমেদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়