রোববার

২৮ ডিসেম্বর ২০২৫


১৪ পৌষ ১৪৩২,

০৭ রজব ১৪৪৭

বাংলাদেশেও নতুন ধরণের করোনাভাইরাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৪, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:০৯, ২৪ ডিসেম্বর ২০২০
বাংলাদেশেও নতুন ধরণের করোনাভাইরাসের সন্ধান

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৪ ডিসেম্বর): বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন একটি ধরণের সন্ধান পাওয়া গেছে। এ ভাইরাসের সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরণের করোনাভাইরাসের মিল রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর এর বিজ্ঞানীদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিসিএসআইআর এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে ৫টিতে করোনাভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন।

বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করে বলেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া গেছে।

তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসের স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে তার সাথে বাংলাদেশের পাওয়া ভাইরাসের পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে।

ড. সেলিম খান বলেন, বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া এবং পেরুতে পাওয়া গেছে। ওইসব দেশে একটি করে নমুনায় এমন মিউটেশন পাওয়া গিয়েছিল। কিন্তু বাংলাদেশে মোট ১৭টি নমুনার মধ্যে ৫টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে বলে তিনি জানান।

ড. সেলিম জানান আগারগাঁয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেতে ওই নমুনার জেনোম সিকোয়েন্সের জন্য তারা গিয়েছিলেন। তবে কাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, তা শনাক্ত করতে নমুনার জন্য এরই মধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়