সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তান থেকে কারামুক্ত ২৯জন দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৭, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০৩, ২৩ ডিসেম্বর ২০২০
পাকিস্তান থেকে কারামুক্ত ২৯জন দেশে ফিরছেন আজ

ফাইল ছবি

ঢাকা (২৩ ডিসেম্বর): পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালি এবং করাচি কারাগার থেকে মুক্তি পাওয়া ২৯ বাংলাদেশি আজ দেশে ফিরে আসছেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের উদ্যোগে তারা আজ রাত ১১ টায় ফিরছেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রনালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রনালয় আরো জানিয়েছে, পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালির কারাগার থেকে মুক্ত আরো আটজন বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থায়নে বৃহস্পতিবার দেশে ফিরবেন। এ আটজন প্রবাসী কর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন।

২০১৯ সালের মে মাসে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানি কোস্টগার্ড তাদের আটক করে। এরপর দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সরাসরি বিষয়টি তত্ত্বাবধায়ন করেন। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক ভ্যমণ ব্যয়ের সরকারি অনুমোদন দেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়