সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাপুলের স্ত্রী কন্যাকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৩, ২২ ডিসেম্বর ২০২০  
পাপুলের স্ত্রী কন্যাকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

ছবি: সংগৃহীত

ঢাকা (২২ ডিসেম্বর): লক্ষ্মীপুর ২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও তার মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পাপুল এখন কুয়েতের কারাগারে বন্দি আছেন।

হাইকোর্ট এর আগে ১০ ডিসেম্বর সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিলেন। ২৬ নভেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের মামলায় পাপুলের স্ত্রী ও কন্যা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত জামিন না দিয়ে তাদেরকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।

১১ নভেম্বর দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, তাদের মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধান।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়