সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৩, ২০ ডিসেম্বর ২০২০  
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা আর নেই

ছবি: সংগৃহীত

ঢাকা (২০ ডিসেম্বর): বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক মনজুরে মওলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনজুরে মওলার পারিবারিক সূত্রের বরাত দিয়ে বাংলা একাডেমির উপ পরিচালক সরকার আমিন এ খবর নিশ্চিত করেছেন। মনজুরে মওলা বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। এ মাসের শুরুর দিকে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজেটিভ রেজাল্ট এসেছিল। পরে অবশ্য আরেক পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে।

মনজুরে মওলার পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে দাফনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদসরা আলোচনা করে এ ব্যাপারে পরে জানাবেন।

মনজুরে মওলা ১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। এছাড়া পেশাগত জীবনে তিনি বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।   

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়