সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জয়পুরহাটের ট্রেন দুর্ঘটনা তদন্তে মন্ত্রনালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১৭, ২০ ডিসেম্বর ২০২০  
জয়পুরহাটের ট্রেন দুর্ঘটনা তদন্তে মন্ত্রনালয়ের কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা (১৯ ডিসেম্বর): জয়পুরহাটের ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দীনকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার  শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়পুরহাট সদরের পাঁচবিবি এবং জয়পুরহাট সেকশনের ই ৮৪ নাম্বার রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মোঃ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিক কুমার মন্ডল এবং পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা শাকিল আহমেদ। আগামী ৩ কর্মদিবসের মধ্যে এ কমিটি দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এতে আরো বলা হয়, মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এছাড়া স্থানীয় প্রশাসনও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজা হাসানের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়