মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষক নেবে এনটিআরসিএ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৫, ১১ এপ্রিল ২০২১  
শিক্ষক নেবে এনটিআরসিএ

এনটিআরসিএ। ছবি: সংগৃহীত

ঢাকা (১১ এপ্রিল): বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল থেকে ০৩ মে ২০২১ তারিখ পর্যন্ত এই ntrca.teletalk.com.bd সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

 

শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ
স্কুল ও কলেজ
পদের ধরন: এমপিও: ২৬৮৩৮
নন-এমপিও: ৪২৬৩
মোট: ৩১,১০১

মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা
পদের ধরন: এমপিও: ১৯১৫৪
নন-এমপিও: ১৮৪২
মোট: ২০৯৯৬

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ
সংরক্ষিত

পদের ধরন: এমপিও: ২২,০৭
নন-এমপিও: নাই
মোট: ২২,০৭

সর্বমোট: 
পদের ধরন: এমপিও: ৪৮,১৯৯
নন-এমপিও: ৬১০৫
মোট: ৫৪,৩০৪

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়