বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

প্রায় দেড় হাজার অফিসার নেবে পাঁচ ব্যাংক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২০, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২১
প্রায় দেড় হাজার অফিসার নেবে পাঁচ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের লোগো

ঢাকা (০৯ ফেব্রুয়ারি): ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে উক্ত পদে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে মোট ১৪৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা https://erecruitment.bb.org.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পূরণ, ফি প্রদান ও ট্রেকিং পেইজ সংগ্রহের শেষ সময় আগামী ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ১১:৫৯ মিনিট পর্যন্ত।

পদের নাম: অফিসার (ক্যাশ) (২০১৯ সাল ভিত্তিক)

পদসংখ্যা: ১৪৩৯ টি

ক) সোনালী ব্যাংক - ৮৪৬ টি

খ) জনতা ব্যাংকে - ১০৫ টি

গ) অগ্রণী ব্যাংকে - ৪০০ টি

ঘ) রূপালী ব্যাংকে - ৮৫ টি

ঙ) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক - ৩ টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮, ৬৪০ টাকা এবং অন্যান্য সুবিধা

শিক্ষাগত যোগ্যতা:

ক) স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় অন্তত একটিতে ১ম বিভাগ/ শ্রেণি থাকতে হবে।

গ) কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

ঘ) গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ আর জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম হলে দ্বিতীয় বিভাগ হবে।

ঙ. অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ। ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ। ৪ পয়েন্ট স্কেলে ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম হলে দ্বিতীয় বিভাগ, ৫ স্কেলে ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম হলে দ্বিতীয় বিভাগ হবে।

বয়স: ২০২০ সালের পহেলা মার্চ পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়