শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

১০৬ জনকে নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৫, ২২ নভেম্বর ২০২০  
১০৬ জনকে নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

ছবি: ফাইল ফটো

ঢাকা (২২ নভেম্বর): তিন পদে মোট ১০৬ জনকে নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি প্রকাশিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে নেওয়া হবে সাতজন। এজন্য প্রার্থীকে সরকার কর্তৃপক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপ থাতে হবে।

৫১ জন নেওয়া হবে ক্লিনিক্যাল অকুপেশনার থেরাপিস্ট পদে। প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে।

ক্লিনিক্যাল স্পেচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদে নেওয়া হবে ৪৮ জন। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছর ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

৩০ নভেম্বর বিকেল ৫টার মধ্যে উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ মন্ত্রণালয়, ঢাকার- এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়