বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

সহযোগী অধ্যাপক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২১  
সহযোগী অধ্যাপক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা (১১ ফেব্রুয়ারি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সহযোগী অধ্যাপক পদে ভূতত্ব বিষয়ে একজন অভিজ্ঞ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রার্থীদের অবশ্যই ভূতত্ব বিষয়ে বিষদ জানাশোনা থাকতে হবে এবং জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে কোন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে অন্তত সাত বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভূতত্ব সম্পর্কিত যেকোন বিষয়ে প্রকাশিত নিজস্ব গবেষণাপত্র থাকতে হবে।

ভূতত্ব বা এর সাথে সম্পর্কিত যে কোন বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রীধারীদের অগ্রাধীকার দেওয়া হবে।

 

পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ০১ টি (স্থায়ী)

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

 

আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্বায়িত কপির মোট ১১ সেট আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্টার বরাবর জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষা পাশের সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা প্রমাণের প্রাসঙ্গিক কাগজসহ ১০০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়