সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিনেতা আবদুল কাদের ক্যান্সার আক্রান্ত

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১৩, ১৮ ডিসেম্বর ২০২০  
অভিনেতা আবদুল কাদের ক্যান্সার আক্রান্ত

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ ডিসেম্বর): ক্যান্সারে আক্রান্ত হয়েছেন টিভি অভিনেতা আবদুল কাদের। তিনি এখন ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনে। খবর ইউএনবি।

আবদুল কাদেরের পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন অংশে চতুর্থ ধাপের ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এখন তার অবস্থা বেশ গুরুতর। ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা ১৫ ডিসেম্বর বোর্ড মিটিং শেষে পরিবারের সদস্যদের জানান যে কাদেরের ক্যান্সার এখন চতুর্থ ধাপে রয়েছে।

কদেরকে পরিবারের সদস্যরা কেমোথেরাপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শাররীক ভাবে তিনি দুর্বল থাকায় চিকিৎসকরা কেমো দিতে চাচ্ছেন না। শরীরের অবস্থা কিছুটা ভাল হলে ১৮ ডিসেম্বর কাদেরকে দেশে আনার পরিকল্পনা করেছেন পরিবারের সদস্যরা। এরপর সম্ভব হলে তাকে কেমো থেরাপি দেয়া হবে।

কমেডি চরিত্রে অভিনয়ের জন্য আবদুল কাদের ছোটপর্দায় বেশ জনপ্রিয়। হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ধারাবাহিকে বদি চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তিনি জনপ্রিয় টিভি ম্যাগাজিন ইত্যাদিরও পরিচিত মুখ। এছাড়া তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।   
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়