শনিবার

০৮ নভেম্বর ২০২৫


২৪ কার্তিক ১৪৩২,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’ ১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:০০, ১ ডিসেম্বর ২০২০  
সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’ ১১ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ নভেম্বর): অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়াম-পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। করোনা পরিস্থিতির আগে ছবিটি মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় এর মুক্তি আটকে যায়। এবার সব জটিলতা কাটিয়ে ১১ ডিসেম্বর ছবিটির মুক্তি চূড়ান্তু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১১ ডিসেম্বরই সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ পাবে।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এছাড়াও এতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে।

ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী হিসেবে থাকছে মাছরাঙা টেলিভিশন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়