মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঈদের পর সেন্সরে যাবে জয়ার ‘বিউটি সার্কাস’

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৪৪, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৪৫, ২৪ এপ্রিল ২০২১
ঈদের পর সেন্সরে যাবে জয়ার ‘বিউটি সার্কাস’

বিউটি সার্কাস

ঢাকা (এপ্রিল ২৪): জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত ছবি ‘বিউটি সার্কাস’- এর নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় তিন বছর আগে। দীর্ঘদিনের পরিশ্রম শেষে গত বছর করোনাকালের মধ্যেই এর শেষ অংশের শুটিং সম্পন্ন করা হয়। এরপর থেকেই ছবির কারিগরি অংশের কাজ শুরু করেন নির্মাতা।

কারিগরি অংশের কাজ সম্পন্ন করে আগামী ঈদের পর এটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন ছবির নির্মাতা মাহমুদ দিদার।

তিনি বলেন, ‘আর্থিক সংকটের কারণেও কিছুদিন কাজ বন্ধ ছিল। তা ছাড়া ভালো একটি কাজ করতে গেলে তো কিছুটা বিলম্ব হতেই পারে। ছবির কাজ শেষ হতে এ জন্যই দেরি হচ্ছিল। এখন সেসব সমস্যা কেটে গেছে। বলা যায়, ছবিটি পুরোপুরি প্রস্তুত। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর দ্রুতই এটি মুক্তি দেওয়ার চেষ্টা আছে আমাদের।’

জানা যায় একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়েই ছবির গল্প তৈরি হয়েছে। সেই শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

জয়া বলেন, ‘ছবির গল্প অনেক সুন্দর। এ ধরনের কাজ আমার পছন্দ। এখন আবার মহামারি চলছে। সব মিলিয়ে একটি ভালো সময় ছবিটি মুক্তি দিলে দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।’

বিউটি সার্কাস সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়