বনানী কবরস্থানে কবরীকে দাফন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: বনানী কবরস্থানে কবরীতে সমাহিত করা হচ্ছে, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৭ এপ্রিল): বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী, নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
শনিবার বাদ জোহর জানাজা শেষে বেলা ২টার দিকে তাকে দাফন করা হয়। তার জানাজায় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ পরিবারে লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে হাসপাতালের হিম ঘর থেকে কবরীর মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নেওয়া হয়। সেখানে গোসল করানো শেষে তার মরদেহ গুলশান-২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নেওয়া হয়।
করোনায় আক্রান্ত হয়ে কবরী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ শোবিজ অঙ্গনের তারকা, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার রাতে তিনি মৃত্যু বরণ করেন।