বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৭:৫৯, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:১৯, ১৭ এপ্রিল ২০২১
কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বরেণ্য অভিনেত্রী কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন

ঢাকা (১৭ এপ্রিল): বাংলা চলচ্চিত্রের খ্যাতমান অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ দেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে।

অর্থন্ত্রীর শোক:  কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক বার্তায়  তিনি এ শোক প্রকাশ করেন।

এ সময় অর্থমন্ত্রী প্রয়াত সারাহ বেগম কবরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়