অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তাঁর ছেলে শাকের চিশতী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাকের চিশতী বলেন, মা বিকাল থেকে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এর বেশি কিছু বলতে পারছি না, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
গত এক সপ্তাহ ধরে অভিনেত্রী কবরী রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, ৫ এপ্রিল জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ওই দিন রাতেই তাঁকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ১৯৬৪ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এ অভিনেত্রীর। ‘সুতরাং’ তাঁর অভিনয় করা প্রথম চলচ্চিত্র। বরেণ্য এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।