মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় মারা গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৯, ১৪ এপ্রিল ২০২১  
করোনায় মারা গেলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

ছবি: ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান (ফাইল ফটো)

ঢাকা (১৪ এপ্রিল): বাংলা একাডেমির সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

অধ্যাপক শামসুজ্জামান ১৯৪০ সালে মানিকগঞ্জ জেলায় জন্ম নেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন শামসুজ্জামান খান। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়