সঙ্গীত শিল্পী মিতা হক আর নেই
|| বিজনেস ইনসাইডার

রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক
ঢাকা (১১ এপ্রিল): জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর নেই। তিনি রবিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মিতা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশ্য, চার দিন আগে তিনি করোনা নেগেটিভ হয়েছিলেন। মিতা হকের জামাতা মুস্তাফিজ শাহিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুস্তাফিজ শাহিন জানান, করোনায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চার দিন আগে তাঁর করোনা নেগেটিভ হলে বাসায় নেওয়া হয়। হঠাৎ ফের অসুস্থ হয়ে পড়লে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, আজ রবিবার ১১টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেওয়া হবে।
মিতা হক ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের সঙ্গে স্ত্রী। ফারহিন খান জয়িতা নামে তাদের এক কন্যাসন্তান রয়েছে।
মিতা হক প্রথমে তাঁর চাচা ওয়াহিদুল হকের কাছে গান শেখেন। এরপর তিনি ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছেও গান শেখেন। তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী ছিলেন।
মিতা হকের এককভাবে মোট ২৪টি অ্যালবাম মুক্তি পেয়েছে। যার মধ্যে ১৪টি মুক্তি পেয়েছে ভারত থেকে এবং ১০টি বাংলাদেশ থেকে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশ সরকার ২০২০ সালে একুশে পদক প্রদান করে।