সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

আইসিইউতে চিত্রনায়ক ফারুক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৬, ৬ এপ্রিল ২০২১  
আইসিইউতে চিত্রনায়ক ফারুক

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকা (০৬ এপ্রিল): সিঙ্গাপুরে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার আশঙ্কাজনক। তার ছেলে রোশান হোসেন পাঠান জানান, শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দুই সপ্তাহ ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও জানান, রক্তে ইনফেকশন ধরা পড়েছে এবং সেই সঙ্গে পাকস্থলীতে রক্তক্ষরণও হচ্ছে। তাই তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ১৫ মার্চ হঠাত খিঁচুনি ওঠায় চিত্রনায়ক ফারুককে আইসিইউতে নেওয়া হয়। ১৮ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আবারো আইসিইউতে নেওয়া হয়। এখনো আইসিইউতে আছেন বলে জানান তার ছেলে।

একসময়ের জনপ্রিয় এ চিত্রনায়ক মার্চের প্রথম সপ্তাহে নিয়মিত চেকআপ করানোর জন্য সিঙ্গাপুর যান চিত্র নায়ক ফারুক। সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়