মৌসুমী অসুস্থ
|| বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৩ এপ্রিল): জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। একই সঙ্গে তার ছেলে ফারদিন ও পুত্রবধূ আয়েশাও অসুস্থ। তাদের হালকা জ্বর, শরীর ব্যথা, গলাব্যথার মতো করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে।
চলচ্চিত্র অভিনেতা ওমর সানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওমর সানী জানিয়েছেন, আপাতত ঘরে রেখেই ডাক্তারের পরামর্শে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শনিবার সবার কোভিড-১৯ টেস্ট করানো হবে।
সামাজিক গণমাধ্যম ফেসবুকে এ বিষয়ে ওমর সানী লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’
অবশ্য, নিজের সম্পর্কে ওমর সানী জানান যে, তিনি অতটা অসুস্থ নন।
উল্লেখ্য, ২৬ মার্চ চলচ্চিত্র অভিনেতা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও আপাতত সেটি হচ্ছে না বলে জানা গেছে।