সংগীতশিল্পী মিতা হক হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক
ঢাকা (৩১ মার্চ): রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক করোনাভাইরাস পজিটিভ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
মিতা হকের পরিবারের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরিবারিক সূত্রে জানা যায়, মিতা হক এখন তুলনামূলক ভালো আছেন। গত এক সপ্তাহ আগে তিনি কোভিড আক্রান্ত হয়ে কিছুটা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।
পরিবার থেকে বলা হয়েছে, যেহেতু তিনি ডায়ালাইসিস রোগী এবং কোভিড আক্রান্ত্র তাই তাকে নিবিড় পরিচর্যার জন্য হসপিটালে স্থানান্তর করা হয়েছে। অনেকে আতঙ্কিত হয়ে, ভালোবেসে ফেইসবুকসহ বিভিন্ন গ্রুপে ‘মিতা হক সংকটাপন্ন, দোয়া চাই’ এসব লিখে পোস্ট দিচ্ছেন। মিতা হকের শারীরিক অবস্থা এখনো নিয়ন্ত্রণে।