রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৯, ২৭ মার্চ ২০২১   আপডেট: ২৩:০১, ২৭ মার্চ ২০২১
করোনায় কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষের মৃত্যু

নমিতা ঘোষ। ছবি:সংগৃহীত

ঢাকা (২৭ মার্চ): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ শুক্রবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ১৪ বছর বয়সে নমিতা ঘোষ প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করেছিলেন

নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ জানান, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আস্তে আস্তে সেরে উঠেছিলেন কিন্তু গত ১৫ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন এই কণ্ঠযোদ্ধা। এরপর তাকে ভর্তি করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি আরও জানান, শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।   

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়