রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

সিঙ্গাপুরে আইসিইউতে ফারুক

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৮, ১৩ মার্চ ২০২১  
সিঙ্গাপুরে আইসিইউতে ফারুক

ছবি: আকবর হোসেন পাঠান ফারুক

ঢাকা (১৩ মার্চ): আবারো অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। তাকে এখন সিঙ্গাপুরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

শনিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা।

রুম্পা জানান, ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার সকালে তিনি ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

রুম্পা আরও জানান, ‘তার (ফারুক) সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ। চাচার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

ফারুক এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন। এজন্য তিনি সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিয়েছেন। তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।

ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়। এরপর চলচ্চিত্রে গ্রামীন পটভূমির চরিত্রে তিনি হয়ে ওঠেন অদ্বিতীয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়