শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৬, ১২ মার্চ ২০২১  
করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

কাজী হায়াৎ। ছবি: সংগৃহীত

ঢাকা (১১ মার্চ): টিকা নেবার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন কাজী হায়াৎ। গত ২ মার্চ করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। ৬ মার্চ থেকে এ গুণী নির্মাতার জ্বর হলে ৮ মার্চ স্ত্রীসহ করোনা পরীক্ষা করালে দুজনেরই ফল পজিটিভ আসে।

কাজী হায়াৎ জানান, ২ মার্চ টিকা গ্রহণের পর ৩, ৪ ও ৫ তারিখ পর্যন্ত কোনও সমস্যা হয়নি। স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজ করেছেন। ৬ মার্চ থেকে জ্বর আসে। এটা টানা দুই দিন থাকায় ৮ মার্চ করোনা টেস্ট করালে ফল পজিটিভ আসে। সঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া, কাজী হায়াৎ হিরো আলমের নতুন সিনেমা ‘টোকাই’ এর শুটিং, বিএফডিসিতে নির্বাচনি প্রচারণাসহ বিভিন্ন কাজে অংশ গ্রহণ করেছিলেন।

তিনি আরও জানান, অসতর্কতার কারণে করোনা পজিটিভ হতে পারে। মাস্ক না পরা, লিফটে উঠানামা করাসহ অসতর্কতার কারণে সংক্রমণ ঘটতে পারে। তবে জ্বর ছাড়া অন্য কোনও লক্ষণ না থাকায় তিনি অনেক সুস্থবোধ করছেন। তাই বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে কাজী হায়াৎ বাসায় আছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়