রোববার

০৩ ডিসেম্বর ২০২৩


১৯ অগ্রাহায়ণ ১৪৩০,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

আবার বিয়ে করলেন নোবেল

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫২, ২০ নভেম্বর ২০২৩  
আবার বিয়ে করলেন নোবেল

সংগৃহিত

বিনোদন ডেস্ক: নিজের আবার বিয়ের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন মইনুল হোসেন নোবেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানান তিনি। এর আগে রোববার রাতে আরিশার সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নোবেল। 

একটি ছবিতে আরশিকে চুম্বনও করছেন। ভক্তরা নোবেলকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ কটাক্ষও করছেন।

এদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, নোবেলের সঙ্গে আরশির সম্পর্ক প্রকাশ্যে আসার পর খুলনার তরুণের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তাদের এই সম্পর্ক কেউ মেনে নিতে পারছেন না।

গেল মে মাসে অর্থ-আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। গত ৯ নভেম্বর সেই খবরের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনায় আসেন এই গায়ক।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়