Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সিসিএলের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

সিসিএলের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১১, ৩ অক্টোবর ২০২৩  
সিসিএলের মারামারির ভিডিও প্রকাশ করলেন রাজ রিপা

সংগৃহীত

বিনোদন ডেস্ক: দেশে প্রথমবারের মতো আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনার পর থেকে প্রতিবাদী ভূমিকায় ছিলেন রাজ রিপা। গণমাধ্যমের সামনে সাহসিকতার সঙ্গে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও এনেছিলেন তিনি। এবার তিনি প্রকাশ করেছেন হামলার ভিডিও। ইঙ্গিতটা অভিনেতা শরিফুল রাজের দিকে।

নিজের ফেসবুকে আজ মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেন রাজ রিপা। ভিডিওতে দেখা যায়, আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে তেড়ে যাচ্ছেন কালো ক্যাপ পরা এক ব্যক্তি। তাকে কয়েকজন মিলেও থামাতে পারছে না। বেশ কষ্ট করেই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

ভিডিওটির ক্যাপশনে রাজ রিপা রাজকে ইঙ্গিত করে লিখেছেন, "জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিল না। আমার নামের সাথেও কিছুটা মিল আছে।"

আর ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে রাজকে ইঙ্গিত করেছেন রিপা। ভিডিওতে আক্রমণের জন্য তেড়ে আসা ব্যক্তিকে দেখে রাজ রিপার সঙ্গে একমত নেটিজেনরাও। কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করেছেন ব্যাট হাতে তেড়ে যাওয়া ব্যক্তিটি শরিফুল রাজ। একজন লিখেছেন, "তিনি পরীর প্রাক্তন স্বামী।" অন্য একজন লিখেছেন, "এটা জাতীয় দুলাভাই শরিফুল রাজ।" 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপর দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়