বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৯:৩১, ৪ জুন ২০২৩  
বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

সংগৃহীত

বিনোদন ডেস্ক: আড়াই বছর ধরে পরিচিত এমন মানুষকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। শুক্রবার (০২ জুন) রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীর বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী। এর আগে গত ৩১  মে ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পীরা অংশগ্রহণ করে হলুদ সন্ধ্যায়।

জানা যায়, প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশীর।এ গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়