৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আশিস বিদ্যার্থী
বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার
সংগৃহীত
বিনোদন ডেস্ক: ৬০ বছর বয়সে নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। পাত্রী, রূপালি বড়ুয়া অসমের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। খবর হিন্দুস্থান টাইমস’র।
এর আগে অভিনেতা আশিস অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি।
বিয়ের পর অভিনেতা জানান, জীবনের এই পর্যায়ে রূপালির সাথে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।