United Commercial Bank (UCB)

শনিবার

০৩ জুন ২০২৩


২০ জ্যৈষ্ঠ ১৪৩০,

১৩ জ্বিলকদ ১৪৪৪

 নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৫১, ১২ মার্চ ২০২৩  
 নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’

ফাইল ফট

ডেস্ক রিপোর্ট: কলকাতার রাজ চক্রবর্তী পরিচালিত 'প্রলয়' সিনেমার সিক্যুয়াল 'আবার প্রলয়'-এর আইটেম গানে থাকছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রায় ছয় শতাধিক আর্টিস্টের সমন্বয়ে 'খেলা হবে' আইটেম গানটি আয়োজন করা হবে বলে জানা গেছে।

নুসরাত ফারিয়া বলেন, 'অনেক বড় আয়োজনে গানটির শুটিং হবে। এর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আমার বিশ্বাস, 'খেলা হবে' গানটি ২ বাংলার মানুষ অনেক পছন্দ করবেন।'

নুসরাত ফারিয়া বর্তমানে অনম বিশ্বাস পরিচালিত 'ফুটবল ৭১' সিনেমার শুটিং করেছেন। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে 'বিবাহ অভিযান ২' সিনেমাটি।

এদিকে, ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় এই অভিনেত্রীর। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু, সম্প্রতি তাদের ৯ বছরের পরিচয় ও প্রেম ভেঙে যায়।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়