বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

কোহলি-আনুশকার কন্যার নাম ভামিকা

সাংস্কৃতিক প্রতিবেদন || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৫, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২৩:৩১, ১ ফেব্রুয়ারি ২০২১
কোহলি-আনুশকার কন্যার নাম ভামিকা

ছবি: আনুশকা শর্মার ইন্সটাগ্রাম থেকে

ঢাকা (১ ফেব্রুয়ারি): ভারত জাতীয় দলের অধিনায়ক কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা, ভক্তরা ভালবেসে ডাকতেন বিরুশ্কা বলে। প্রেম থেকে বিয়ে সর্বত্রই তারা ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্তুতে।

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের আগমনের খবর দিয়ে আবারো মনোযোগ কেড়ে নেন এই তারকা দম্পতি। মূহুর্তেই নেট দুনিয়ায় জুনিয়র কোহলিকে নিয়ে শুরু হয় ভক্তদের মাতমাতি। কন্যাকে একটিবার দেখবার আশায় ছিলেন তারা। কিন্তু সে আশায় গুড়েবালি। কারণ মেয়ের ছবি প্রকাশ করেননি এ জুটি। এমনকি তা না প্রকাশ করার জন্য আত্মীয় স্বজনদের জন্যও ছিল কড়া নিষেধাজ্ঞা।

তবে চেহারা না দেখালেও এবারে মেয়ের নাম জানালেন আনুশকা। কন্যার নাম ভামিকা। আজ সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে এ খবর জানালেন আনুশকা। ছবিতে দেখা যায় আনুশকা কন্যাকে কোলে নিয়ে আছেন, পাশেই দাঁড়িয়ে কোহলি। মেয়েকে দু-হাতে আগলে রেখেছেন অভিনেত্রী। দুজনেই একদৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। আনুশকা ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের পথচলায় ভালোবাসার অন্যমাত্রা এনে দিয়েছে এই ‘ভামিকা’। প্রার্থনা ও শুভকামনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’

মা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে ছোট করে আনুশকা লেখেন, ‘কান্না, হাসি, উদ্বেগ, পরম আনন্দ- অল্প কয়েক মিনিটের ব্যবধানে এই অনুভূতিগুলোর অভিজ্ঞতা পেয়েছি।’

এই পোস্টের পর কোহলি মন্তব্য লিখেছেন, ‘আমার পুরো পৃথিবী এক ফ্রেমে।’

ছবিতে তিনজনের পেছনে সাজানো রয়েছে গোলাপি, হলুদ. সোনালি রঙের বেলুন দিয়ে। সেখানে লেখা- ‘বেবি গার্ল’। বাড়িতে মেয়েকে স্বাগত জানাতেই যে এই আয়োজন করেছিলেন বিরাট, তা স্পষ্ট ছবিতে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়