মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫


২৫ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিয়ে করলেন ইমন- নীলাঞ্জন

সাংস্কৃতিক প্রতিবেদন || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:৪০, ১ ফেব্রুয়ারি ২০২১
বিয়ে করলেন ইমন- নীলাঞ্জন

ছবি: ইমন চক্রবর্তীর ইন্টাগ্রাম একাউন্ট থেকে

ঢাকা (৩১ জানুয়ারি): বিয়ে করলেন ভারতের অন্যতম জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। বর সুরকার নীলাঞ্জন ঘোষের সাথে বিয়ের ছবি শেয়ার করে খবরটা নিজেই জানান দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কমলা শাড়ি আর সাদা পাঞ্জাবিতে বিয়ের সাজের ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা বার্তায় ভরে যেতে থাকে দম্পতির সামাজিক যোগাযোগ মাধ্যম।

ছবিতে দেখা যায় সদ্য বিয়ের আনন্দ-আহ্লাদ ভরা দুটো উজ্জ্বল মুখ। আর ছবির ক্যাপশন- ‘জাস্ট মেরিড’

আজ রবিবার শুধু মালা বদল আর রেজিস্ট্রি হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে। ঘরোয়া সেই অনুষ্ঠানের জন্য ইমন পরেছিলেন জড়ির কাজ করা কমলা রঙের সিল্কের শাড়ি আর সোনার গয়না। নীলাঞ্জনও সেজেছিলেন মানানসই সাদা পাজামা-পাঞ্জাবিতে।

তবে উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নিতেও প্রস্তুতি নিচ্ছেন টলিউডের এই সুরেলা জুটি। এ বছরই ফেব্রুয়ারির ২ তারিখ আয়োজন করা হচ্ছে অতিথি আপ্যায়নের। তারকা সমাবেশ ঘটবে সেই অনুষ্ঠানে।

এর আগে প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে তারা আংটি বদল করেছিলেন গত বছরের ডিসেম্বরে। এবার পাকাভাবেই প্রণয়কে পরিণয়ে রুপ দিলেন এই জুটি। নিজ নিজপেশায় ব্যস্ত বর-কনে এরই মধ্যে নিচ্ছেন দুই তারিখের আয়োজনের প্রস্তুতি। ডিজাইনার অভিষেক রায়ের তৈরি করা পোশাকেই সে দিন সাজবেন নব দম্পতি।

বর্তমানে একাধিক অ্যালবামের কাজের মাঝে 'জি বাংলা সা রে গা মা পা'-র বিচারকের দায়িত্বও পালন করে চলেছেন ইমন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়