মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নেটফ্লিক্সে প্রতি সপ্তাহে নতুন ছবি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫২, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৬, ১৪ জানুয়ারি ২০২১
নেটফ্লিক্সে প্রতি সপ্তাহে নতুন ছবি

ছবি: সিএনএন

ঢাকা ( ১৩ জানুয়ারি): চলতি বছরে সিনেমাপ্রেমীদের জন্য বড়সড় ধামাকার আয়োজন করেছে নেটফ্লিক্স। সম্প্রতি ২০২১ জুড়ে প্রতি সপ্তাহে একটি করে ছবি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় সব তারকা, চলচ্চিত্র নির্মাতাদের ছবি মুক্তি পেতে যাচ্ছে এ বছরে।

পুরষ্কারজয়ী জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জেন ক্যাম্পিয়ন এর `দ্যা পাউয়ার অফ দ্যা ডগ’, পাওলো সরেনটিনোর `দ্যা হ্যান্ড অফ গড’, এডাম ম্যাককের `ডোন্ট লুক আপ’ও আছে মুক্তির তালিকায়। এছাড়াও লিন ম্যানুয়েল মিরান্দা ও হ্যালি বেরি তাদের ‘টিক, টিক,… বুম!’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এ বছরেই।

এছাড়াও মুক্তির তালিকায় আছে আমেরিকান ওয়েস্টার্ন ছবি ‘দ্যা হার্ডলি দে ফল’। ছবিটিতে অভিনয় করেছেন রেজিনা কিং, ইদ্রিস এলবা, জনাথন মেজরস।

পাশাপাশি লিওনার্দো দ্যা কেপ্রিও, সান্দ্রা বুলক, ডায়না জনসন, ইদ্রিস এলবা, মেরি স্ট্রিপ, জেনিফার লরেন্স, রায়ান রেনোল্ডস, জেনিফার গার্নার, সওমি ওয়াট ভক্তদের নতুন ছবি উপহার দেওয়ার কথাও জানিয়েছে নেটফ্লিক্স। সাথে মুক্তি পাবে জ্যাক স্নাইদার, জো রাইট, আন্টোইন ফুকোয়া, শারি স্প্রিঞ্জার বারম্যানসহ আরো জনপ্রিয় সব নির্মাতাদের ছবিও।

বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহগুলো যখন বন্ধের পথে তখন এমন একটা ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে অনেকগুলো প্রতিষ্ঠানটি এখন ছবি মুক্তির জন্য স্ট্রিমিং প্লাটফর্মকে বেছে নিয়েছে। সম্প্রতি ওয়ার্নার ব্রস ও এই তালিকায় যুক্ত হয়েছে। তারাও ২০২১ এ এইচবিও বক্স সহ সম্ভাব্য প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরিকল্পনা করেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়