মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিষেকের প্রথম অটোগ্রাফ, অমিতাভের স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৬, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩৯, ১৩ জানুয়ারি ২০২১
অভিষেকের প্রথম অটোগ্রাফ, অমিতাভের স্মৃতিচারণ

ছবি: জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের টুইটার একাউন্ট থেকে নেওয়া

ঢাকা (১৩ জানুয়ারি): বলিউডের সুপারস্টার জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চনের প্রথম অটোগ্রাফ দেওয়ার দিনটিকে মনে করিয়ে দেন।  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের জন্য একটি ছবি পোষ্ট করে লিখেন,‘তাশখন্ড, সোভিয়েত ইউনিয়ন....১৯৯০’র.... যেখানে সে তার প্রথম অটোগ্রাফ দেয় অভিষেক’। 

১৯৯০ সালে অভিষেকের বয়স ছিলো ১৪ বছর। ওই বয়সেই তিনি জীবনের প্রথম অটোগ্রাফ দেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাশখন্ডে ছবিটি তোলা। ছবিটিতে দেখা যাচ্ছে যৌবনের দূর্দান্ত সময়ের অমিতাভকে, আর একটু দ্বিধান্বিত চাহনীতে বাবার কোল ঘেঁষে রয়েছেন অভিষেক।

এর আগে ২০১৫ সালেও তাশখন্ডের একই ইভেন্টের অন্য একটি ছবি নিজের টুইটার একাউন্টে পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। ছবিটি ছিলো জনপ্রিয় দুই অভিনেতা প্রয়াত রাজ কাপুর এবং শশী কাপুরের সঙ্গে ‘সারে জাহা সেঁ আচ্ছা’ গানে গাওয়ার একটি মুহূর্ত। 

সম্প্রতি ঐশ্বরিয়া রায় বচ্চনও  তাদের ‘গুরু’ চলচ্চিত্রের নিউ ইউয়র্ক প্রিমিয়ারের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো ছিল ২০১৭ সালের ১২ জানুয়ারির, যেদিন অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রায়কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়