সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রবাসীদের জন্য বিকাশ’র অনলাইন কনসার্ট: গাইবেন দলছুট, কণা ও ইমরান

বিনোদন প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৩, ১৭ ডিসেম্বর ২০২০  
প্রবাসীদের জন্য বিকাশ’র অনলাইন কনসার্ট: গাইবেন দলছুট, কণা ও ইমরান

ছবি: বিকাশ (সংগৃহীত)

ঢাকা(১৭ ডিসেম্বর): বিজয়ের মাসে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিকাশ আয়োজন করেছে সর্ববৃহৎ অনলাইন কনসার্ট। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ ও প্রবাসে বন্ধুর ফেসবুক, ইউটিউব চ্যানেলে এই কনসার্টটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

এই কনসার্টে গান গাইবেন জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও তার দলছুট, কণা ও ইমরান। 

মারিয়া নূরের উপস্থাপনায় জনপ্রিয় এই তিন শিল্পীর পরিবেশনায় বিজয় দিবসের আনন্দ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে বিকাশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। কনসার্ট উপভোগ করার পাশাপাশি একটি কুইজেও অংশ নেয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। কুইজে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন। 

বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ এর ইভেন্টে https://www.facebook.com/events/1130776680684862  ক্লিক করে  কনসার্টের বিস্তারিত জানা যাবে। 
বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের সঙ্গে এক প্লাটফর্মে যুক্ত হতে যোগ দেওয়া যাবে facebook.com/groups/probashebondhu  গ্রুপে। 

কেবল আনন্দ আয়োজনই নয় বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারী ২ শতাংশ প্রণোদনার সাথে আরো ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। বিশ্বের ৯৩টি দেশ থেকে ৪২টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের ৮টি ব্যাংকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে এই ক্যাশ বোনাস পেতে পারেন প্রবাসীদের স্বজনরা। ১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যেকোন পরিমান রেমিটেন্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি  চলবে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। 
একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে মাসে ২ বার করে মোট ৪ বার এবং মাসে ১,২০০ টাকা করে সর্বোচ্চ ২,৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়