চলে গেলেন অভিনেতা এস এম মহসীন
|| বিজনেস ইনসাইডার

বরেণ্য অভিনেতা এস এম মহসীন
ঢাকা (১৮ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণে এবার চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এস এম মহসীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
এস এম মহসীনের ছেলে বাসেদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বেশ কিছুদিন তিনি করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ এপ্রিল তাঁকে ইম্পালস হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান।
মঞ্চ ও টেলিভিশনে প্রায় চার দশক ধরে এস এম মহসীন অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ২০২০ সালে তিনি একুশে পদক পান। শিল্পকলা একাডেমিতে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। এর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।